Hot Widget

Showing posts with label রাজনৈতিক. Show all posts
Showing posts with label রাজনৈতিক. Show all posts

শাহীনা বদিকে ভালোবাসা দিয়ে সিক্ত করলেন উখিয়া-টেকনাফের মানুষ



মুহাম্মদ কিফায়তুল্লাহ,সৈয়দ আলম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -৪ (উখিয়া -টেকনাফ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি'র স্ত্রী বর্তমান সাংসদ শাহিনা আক্তারকে বরণ করে নিয়েছে উখিয়া-টেকনাফের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় উখিয়া- টেকনাফের জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

২৯ নভেম্বর বুধবার দুপুরে কক্সবাজার থেকে রওনা দেন। সেখান থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত যাওয়ার পথে রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো।

শোভাযাত্রা নিয়ে উখিয়ায় মরিচ্যা লাল ব্রিজ থেকে রওনা হয়ে টেকনাফ পৌঁছান শহিন বদি। পরে টেকনাফে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

শাহিনা আক্তার সংবর্ধনা অনুষ্ঠানে বলেন,প্রধানমন্ত্রী আমাকে পুনরায় উখিয়া-টেকনাফের মানুষের সেবা করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

সাবেক সাংসদ আব্দুর রহমান বদি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তিনি আমাদের পরিবারের প্রতি আস্থা রেখেছেন। আমিও তার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আশা করি, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন। দলের নেতাকর্মী ও ভক্ত-অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে এবং নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। বসে থাকা যাবে না। উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বিকেলে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের সভাপতিত্বে এক পথ সভায় মিলিত হয়। এ সময় নেতা-কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বর্তমান সাংসদ নৌকার মনোনীত প্রার্থী শাহিন আক্তার ও সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।

এ সময় আরও উপস্থিত ছিলেন - টেকনাফ পৌর আঃ লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম, শ্রমিক লীগের সভাপতি শাহাজাহান মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক গোলাপজান আক্তার গোলাপি, পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসাইন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন প্রমুখ।

শাহিন বদি কে নৌকা প্রতীক দেওয়ায় টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

 

সৈয়দ আলম,টেকনাফ


আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) পুনরায় শাহিন বদি কে নৌকা প্রতীক দেওয়ায় টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক আবদুল হক নেতৃত্বে আনন্দ মিছিল বিকাল চারটায় পৌর শহরে অনুষ্ঠিত হয়, সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত ইউনিয়নের শহর আনন্দ মিছিল অনুষ্ঠিত।


উক্ত আনন্দ মিছিল‌‌‌ উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ্ আলম মেম্বার, মুহাম্মদ ইউনুছ মেম্বার, আবদুল মতলব সিকদার, আজিজুল উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ করিম, রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক মিলন শার্মা, প্রচার সম্পাদক আবদুল শরীফ, উপ প্রচার সম্পাদক আরফাত সানি, সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারহদ হোসেন,  উপ অর্থ সম্পাদক খায়রুল আমিন খোকা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাবির আহমদ, কার্যনির্বাহী সদস্য রবিউল আলম, আবদুল গফুর, মুহাম্মদ হোসাইন, সাইফুল ইসলাম, মুহাম্মদ রাশেদ, সাহেদ হোছাইন, সানি দেলোয়ার সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ প্রমুখ। উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে অভিনন্দন ।


টেকনাফ উপজেলার প্রতিটি অলি গলিতে মিষ্টি বিতরণ এবং জননেত্রী শেখ হাসিনার সালাম ও এমপি বদি সালাম পৌঁছে দিয়ে শাহীন বদি কে পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানা হয়।

টেকনাফ পৌর যুবলীগের উদ্যোগে শোক ও আলোচনা সভা সম্পন্ন

 

মুহাম্মদ কিফায়তুল্লাহ,ও সৈয়দ আলম :টেকনাফ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টেকনাফ পৌর যুবলীগের উদ্যোগে নানান কর্মসূচি মধ্যে পালিত হয়েছে।  

শনিবার (১৯ আগস্ট) সকালে কালো ব্যাজ ধারণ, খতমে কোরআন, দোয়া, জাতীয়, ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে দুপুরে প্রায় দুই হাজারের অধিক মানুষ গণভোজে অংশ গ্রহণ করেন।  

শোক দিবসের আলোচনা টেকনাফ পাইলট হাই স্কুল অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।  

টেকনাফে পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

 প্রধান অতিথির বক্তব্যে নুরুল বশর বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নে যখন দেশকে উন্নত সমৃদ্ধ দেশের কাতারের নিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তখন ৭১এর পরাজিত শক্তি ও হাওয়া ভবন চক্র দিশেহারা হয়ে আবারো নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাই ১৫ ই আগস্টের শোক কে শক্তিতে পরিণত করে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, আজ যখন আমরা ১৫ আগস্টকে ফিরে দেখি, তখন মনে হয় মানুষকে ভালোবাসা ও বিশ্বাস করাই বঙ্গবন্ধুর স্বপরিবারে নিহত হওয়ার উল্লেখযোগ্য কারণ। যিনি এই বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা, তাঁকে কিনা নির্মমভাবে ঘাতকের বুলেটে নিহত হতে হলো, বক্তারা আরও বলেন- বঙ্গবন্ধু আর বাংলাদেশ, এক অবিচ্ছেদ্য অংশ। ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে চিরস্মরণীয় এক নাম, বাঙালির প্রেরণার নাম। যিনি না থেকেও বাংলার মানুষের হৃদয়ে বেঁচে আছেন- মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু হয়ে।  


 

প্রধান বক্তা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে, স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কিন্তু আওয়ামী লীগের অগ্রযাত্রা থামানো যায়নি। কাজেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রযাত্রা তা থামানো যাবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাহাবুব মোর্শেদ বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে দেশের মানুষের কথা চিন্তা করে। তাই দেশের মানুষের উন্নয়ন সমৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পদক্ষেপ সমূহ সাধারণ মানুষের কাছে তুলে ধরা আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়িত্ব।  

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলা শাখার আবুল কালাম,ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরি বাবুল, টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত, ফজলুল কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জহির, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলা শাখার জিয়াউর রহমান জিয়া, টেকনাফ সদর আওয়ামী লীগের সহ সভাপতি এম এ হামজালাল মেম্বার, সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর ৯নং ওয়ার্ড নুরুল বশর নুরশাদ। 

এতে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সিনিয়র যুব নেতা, শওকত হোসেন, রুবেল উদ্দিনসহ অন্যান্যরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন টেকনাফ পৌর শাখার ওয়ার্ড থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

নতুন কমিটি হতে পারে শিগগিরি ছাত্রদলের|দৈনিক নাফ নিউজ


ডিএনএন ডেক্স: নির্বাচনের আগে খোদ বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এখন সক্রিয়। সরকার পতনের এক দফা আন্দোলনে একাট্টা তারা। শোনা যাচ্ছে নির্বাচনের আগে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা হতে পারে। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে নারাজ। ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ দলীয় পদে ফিরবেন কি না তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

নাম প্রকাশে অনিচ্ছুক, ছাত্রদলের এক সহ-সভাপতি জাগো নিউজকে বলেন, ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে অসুস্থতার কথা বলে বিএনপি অব্যাহতি দিলেও তিনি ‘মহল বিশেষের’রোষানলে পড়ে দলীয় পদ হারান। এখন তাকে ছাত্রদল থেকে বিদায় জানাতে মরিয়া ওই পক্ষটি। শ্রাবণকে নিয়ে খোদ বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী প্রকাশ্যে তো দূরের কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও কথা বলতে পারছেন না। এমনকি শ্রাবণ স্বপদে ফিরে এলেও তার বিরুদ্ধে অপপ্রচার চলবে বলে মনে করছেন অনেকে।