Hot Widget

Showing posts with label মাদক. Show all posts
Showing posts with label মাদক. Show all posts

টেকনাফে ১হাজার ৫৯কেজি আইস ও ২লাখ ৬০হাজার পিস ইয়াবা উদ্ধার

 

নোমান অরুপ: টেকনাফ

কক্সবাজার-টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ১ হাজার ৫৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে টেকনাফের সাবরাং ও শাহ পরীর দ্বীপ বিওপির পৃথক দুটি টহল দল এ অভিযান পরিচালনা করে এসব মাদক দ্রব্য উদ্ধারে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। 

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন খবর ছিল মিয়ানমার থেকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন খবরে শুক্রবার রাতে ওই এলাকায় সাবরাং বিওপির একটি টহল দল অবস্থান করেন। পরে বিজিবি টহল দল নাফ নদী পার হয়ে ৪ ব্যক্তিকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের দিকে আনুমানিক ১ দশমিক ৭ কিলোমিটার আসতে দেখে  চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায়। পরবর্তীতে চোরাকারবারিরা রাতে পাশের গ্রামে ঢুকে পড়ে। পরে টহল দল সেখানে তল্লাশি করে চারটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

অধিনায়ক বলেন,একই রাতে শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ হাজার ৫৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। 

অভিযান পরিচালনাকালে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া কাউকে পাওয়া যায়নি। তবে এসব চোরাকারবারিদের শনাক্তের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দারা কাজ করছেন।

লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১০কেজি গাঁজা উদ্ধার! মহিলা আটক

 

ডেক্স নিউজ:

কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ লিংকরোড শ্যামলী বাস কাউন্টারের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় বা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। 

উক্ত সংবাদের ভিত্তিতে ০১ ডিসেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন মহিলা সাথে একটি কাপড়ের ব্যাগসহ কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মহিলা মাদক কারবারীর বিস্তারিত পরিচয় জান্নাত আরা,(রোহিঙ্গা), স্বামী-মোঃ সিদ্দিক, পিতা-ছিদ্দিক আহম্মেদ, মাতা-ধলি বিবি, সাং-কুতুপালং রেজিষ্ট্যার্ড ক্যাম্প, ব্লক-এফ, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জান্নাত আরা নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে এবং তার নাম ও ঠিকানা প্রকাশ করে। সে মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদক চোরাই পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ এবং দীর্ঘদিন যাবত এ সকল মাদক কক্সবাজার এর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।